• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে  খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৫৩ পিএম;
বিশ্বনাথে  খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ 
বিশ্বনাথে  খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ 

বিশ্বনাথে ৮০ জন খামারীদের মধ্যে ২০কেজি করে দানাদার গো-খাদ্য বিতরণ করাহয়েছে শনিবার (৩রা সেপ্টেম্বরউপজেলা প্রাণী সম্পদ হলরুমে ওই খাদ্য বিতরণ করা হয়উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আব্দুস  শহিদ হোসেন এর পরিচালনায় প্রধানঅতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা  .

পরিষদের চেয়ারম্যান সিলেট  জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এসএমনুনু মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন.

বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজুসাংবাদিক আব্দুস সালাম এসময় উপজেলা উপসহকারি  প্রাণী সম্পাদক কর্মকর্তা সাদেকুল ইসলামউজ্জল কুমার অধিকারী,এলএফএফ গণেশ মহন্তশহিদুল্লাহ সহ বিপুল সখ্যক খামারীরা উপস্থিত ছিলেন .

 

 . .

ডে-নাইট-নিউজ /     মিজানুর রহমান মিজান,সিলেট (বিশ্বনাথ):: 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ